Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৮:১৯ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৮:১৯ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনে, জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯নভেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোন সদর সম্মেলন কক্ষে এ মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি. জি।

প্রধান অতিথি'র বক্তব্যে লে.কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি. বলেন, সেনাবাহিনী জনগণের কল্যাণে বরাবরের মতো কাজ করে যাচ্ছে এবং দেশের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সেনাবাহিনী মানুষের পাশে সব সময় ছিল এবং থাকবে। সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরো বলেন, ১৯৯৭সালে পার্বত্য অঞ্চলে ঐতিহাসিক শান্তি চুক্তি বাস্তবায়নের মধ্যদিয়ে পাহাড়ের শান্তির বাতাস বইছে। পাহাড়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে, মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে। আগামী ২ ডিসেম্বর শান্তি চুক্তির ২১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে সকল সম্প্রদায়কে নিয়ে এক বিশাল শান্তি র‍্যালি বের হবে এবং মাটিরাঙ্গা জোনের আওতায় ৫টি ক্যাম্পে স্থানীয় কার্বারী, জনপ্রতিনিধি , গণ্যমান্যদের নিয়ে ক্যাম্প কমান্ডার গণকে নিয়ে শান্তি চুক্তি উদযাপন করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভিষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:তাজুল ইসলাম, জোন জোনাল স্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম ভূইঁয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, মাটিরাঙ্গা থানার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, মাটিরাঙ্গা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মো:জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো:খায়রুল আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা
প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview