Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'তারেকের বিষয়টা দেখতে পারে ইসি, তবে ব্যবস্থা নেয়াটা খুব কঠিন'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:৫২ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:৫২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে সাজাপ্রাপ্ত আসামি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সাক্ষাতকার নিচ্ছেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ।

এ দিকে তারেক রহমান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাই তিনি নির্বাচনী কোন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কিনা সেই বিষয়েই আপত্তি আওয়ামী লীগের।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে আলাপ করে নির্বাচনে প্রার্থিতা ঠিক করা যাবে না, এমন কোন আইন এখানে নেই। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও কিন্তু ভোটার হয়।

তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত বা পলাতক ব্যক্তি স্কাইপ ব্যবহার বা অন্য কোন প্রযুক্তি ব্যবহার করে যদি যোগাযোগ করে, সেক্ষেত্রে ওই বিষয়ক কোন আইন নির্বাচন কমিশনে নেই, দেশেও কোন আইন তৈরি করে নির্বাচন কমিশনকে দেয়া হয়নি।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে আলাপ করে কিছু করা যাবে না, নির্বাচনী কোন আইনে এরকম বিষয় নেই। নির্বাচন কমিশন বিষয়টা দেখতে পারে, কিন্তু কোন ব্যবস্থা নেওয়া খুব কঠিন হবে।

এর আগে আওয়ামী লীগের এই অভিযোগ খণ্ডন করে বিএনপি বলছে, তাদের মনোনয়ন বোর্ডে কে থাকবেন বা থাকবেন না সেটা একান্তই তাদের বিষয়। এ নিয়ে কারো প্রশ্ন তোলার অবকাশ নেই।

Bootstrap Image Preview