Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুরাদনগরে প্রাইভেটকারভর্তি গাঁজা উদ্ধার, আটক ২

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:৫০ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:৫৬ PM

bdmorning Image Preview


কুমিল্লার মুরাদনগরে প্রাইভেটকারভর্তি ৯৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের নেয়ামতকান্দি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন- নরসিংদী জেলার রায়পুর থানার, কাচির কান্দি গ্রামের আবুল হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী সিয়াম (২৫) ও তার সহযোগী ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে শাহীনুর (৩০) কে আটক করা হয়।

পুলিশ জানায়, মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪ টায়  শুশুন্ডায় অবস্থান নেয়। শুশুন্ডা এলাকায় গাড়িটিকে থামাতে সংকেত দিলে গতি বাড়িয়ে গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় মুরাদনগর থানার এসআই বাদল ও এস আই মোঃ কবির হোসেনসহ একদল পুলিশ নেয়ামতকান্দি এলাকায় গিয়ে গাড়িটিকে আটক করেন। এসময় গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে ৯৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পাওয়া যায়।  

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেন, একটি প্রাইভেটকার ৯৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Bootstrap Image Preview