Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফার্মেসিতে নারীর কাছে মিলল ৩০০ সরকারি সেফটরিয়াক্সন ইনজেকশন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:৪৪ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক ফার্মেসী ৩০০ পিস সরকারি সেফটরিয়াক্সন ইনজেকশন উদ্ধার করেছে স্থানীয় জনতা। এসময় বিনজিরা বেগম (৩২) নামে এক নারীকে আটক করা হয়। পরে স্থানীয় সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান এসে বিনজিরাকে ছেড়ে দিয়ে ইনজেকশনগুলো ইউনিয়ন পরিষদ কোষাগারে জমা রাখেন। 

রবিবার (১৮ নভেম্বর) রাতে ওই উপজেলার দিঘীরহাট এলাকায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমজান আলীর ছোট ভাই জয়নাল আবেদীনের রানা ফার্মেসী থেকে ৩০০ পিস  ইনজেকশন পাওয়া যায়। 

স্থানীয়রা জানান, রবিবার রাতে দিঘীরহাট এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে বিনজিরা বেগম বেসরকারি একটি এম্বুলেন্স থেকে একটি কাটুনসহ নামে। ও কাটুনটি ওই এলাকার রানা ফার্মেসীতে গিয়ে দেয়। এ সময় তাদের সন্দেহ হলে এগিয়ে গিয়ে দেখি কাটুনের ভিতরে সব সরকারি ইনজেকশন। এরপর বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে খবর দিলে তিনি এসে রানা ফার্মেসীর মালিক জয়নাল আবেদীন ও বিনজিরাকে ছেড়ে দিয়ে ইনজেকশনগুলো পরিষদে নিয়ে যায়।

সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে রানা ফার্মেসীতে গিয়ে ওই ইনজেকশনগুলো জব্দ করেছি। এগুলো ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বন্টন করে দেয়া হবে। অভিযুক্ত রানা ফার্মেসীর মালিক জয়নাল আবেদীন ও বিনজিরা যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ না করে তাই তওবা পরিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

রানা ফার্মেসীর মালিক জয়নাল আবেদীন জানান, ঔষধগুলো তার নয়। তাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো চেষ্টা চলছে।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ কাসেম আলী জানান, তিনি পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।  

Bootstrap Image Preview