Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড. কামাল হোসেনের বাসায় ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:১৬ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকসহ একটি প্রতিনিধিদল। তবে কী কারণে ড. কামালের বাসায় তারা গেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

সোমবার বিকাল ৫টার দিকে ড. কামালের বাসায় যান তারা।

এর আগে দুপুর ১টার পর যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাহী বি চৌধুরী তাকে স্বাগত জানান।

এ সময় বি চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠক শেষে বেরিয়ে নির্বাচন প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

Bootstrap Image Preview