Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালমান শাহ’র মৃত্যুর প্রতিবেদনের নতুন দিন ধার্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল মুখ সালমান শাহ হত্যা মামলার সুরাহা হয়নি। সালমানের হয়ে মামলাটি লড়ছেন তার মা নীলা চৌধুরী। বাংলা সিনেমার এই নক্ষত্রের অপমৃত্যু মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। গত রবিবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ওই দিন ধার্য করেন।

জানা যায়, ১৮ নভেম্বর মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য দিন ধার্য থাকলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা না দেয়ায় প্রতিবেদন পরবর্তী ওই দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে শাহরিয়ার চৌধুরী ইমনের ওরফে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় সালমানের মৃত্যুর ঘটনায় তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়। দীর্ঘ ২২ বছর পার হলেও এই মামলার এখনো কোন সুরাহা হয়নি।

Bootstrap Image Preview