Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে টাকার জন্য একজনকে পিটিয়ে হত্যা

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:২৫ PM

bdmorning Image Preview


ময়মনসিংহ নান্দাইলের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে হিরন মিয়া (৩২) কে পিটিয়ে আহত করার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শুক্রবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এলাকার তিন সন্ত্রাসী বাবুল, কাদির ও সাগরসহ কয়েকজন সহযোগী মিলে মাত্র ১৫০০ টাকার জন্য হিরন মিয়া (দিনমজুর) কে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে হিরনের মাথা ফেটে যায় এবং দুই হাত ভেঙে যায়।

পরে রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ৩দিন চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ নভেম্বর) সকালে মৃত্যুবরণ করেন। এদিকে অসহায়-সম্বলহীন হিরনের মৃত্যুর খবরে পুরো এলাকায় চলছে শোকের মাতম।

হিরন মিয়ার মা ফাতেমা বেগম (৬০), হিরনের ৩ শিশু সন্তান ইব্রাহিম (৮), ইসমাইল (৫) ও জুনাঈদকে (৩) স্ত্রী রেখা আক্তার বুকে আগলে ধরে আহাজারি করছেন।

হিরনের বড় ভাই রতন বলেন, আমার চোখের সামনেই ওরা হিরনকে পিটিয়ে নিস্তেজ করে বাজারের আঙিনায় ফেলে বীরদর্পে চলে যায়। পরে সংকটাপন্ন অবস্থায় হিরনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ উপ-পরিদর্শক মোঃ আব্দুস সাত্তার। 


 

Bootstrap Image Preview