Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তারেকের বিষয়ে কিছুই করার নেই ইসির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:৩৮ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের 'ভিডিও কনফারেন্সে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার' আচরণবিধির লঙ্ঘন নয় বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, তারেকের অনলাইন কার্যক্রম আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই।

লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেকের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি মনে করিয়ে দিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, তারেকের বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে। এটা সবাইকে মানতে হবে।

বৈঠক শুরুর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি, আজ (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বৈঠক করব, তখন সেখানে সিদ্ধান্ত হবে।

তিনি বলেছিলেন, গতকাল (রবিবার) আওয়ামী লীগ অভিযোগ দিয়েছে যেহেতু উনি (তারেক রহমান) কনভিকটেড, পলাতক ব্যক্তি, তাই এভাবে তিনি মনোনয়নপত্র যাচাই করতে পারেন না। আরেকটি ব্যাপার হলো হাইকোর্টের একটি নির্দেশনা আছে, লাইভে এসে তিনি এভাবে কথা বলতে পারেন না।

প্রসঙ্গত, রবিবার (১৮ নভেম্বর) বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যরা এ সাক্ষাৎকার নিচ্ছেন। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে এই সাক্ষাৎকার প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তবে তারেক দণ্ডিত ও পলাতক আসামি হওয়ায় ভোট প্রক্রিয়ায় তার যুক্ত হওয়া নিয়ে ইসিতে রোববারই নালিশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

 

Bootstrap Image Preview