Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিএলে দল না পেয়ে যা বললেন আশরাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:৩২ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:৩২ PM

bdmorning Image Preview


আসন্ন বিপিএলে দল পেলেও বিসিএলে কোন দলে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের।সদ্য শেষ হওয়া জাতীয় লিগে ব্যাট হাতে বড় কোন পারফম্যান্স করতে পারেননি এই ডান হাতি ব্যাটসম্যান। মূলত সেই কারনেই থাকে নিতে কোন দল আগ্রহ দেখায়নি।

বিসিএল দল না পেয়ে মনটা একটু খারাপ আশরাফুলের জানিয়েছেন, জাতীয় লিগে আমার ব্যাটিং ভাল হয়নি, তার জন্য মন এমনিতেই খারাপ ছিল। আরো বেশি রান করা উচিৎ ছিল। ক্যাচগুলো নিতে পারলে উইকেট আরো বেশি পেতাম। গতবার বিসিএলে পারফর্ম করতে পারিনি। পারফরমেন্স দেখে ফ্রাঞ্চাইজিরা দল বানিয়েছে বলে আমাকে বিবেচনা করেননি। তাই বলে ২০ জনের স্কোয়াডে আমি দল থাকব না, তা ভাবতে কস্ট লাগছে।’

সবশেষ ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে নিজেকে জানান দিতে পারেননি আশরাফুল। এনসিএলে তার এমন বাজে ফর্মের জন্যই তাকে দলে নেয়নি কেউ।

সদ্য শেষ হওয়া ঢাকা মেট্রোর হয়ে আলো ছড়াতে পারেননি আশরাফুল। দলটির হয়ে মোট ৬ ম্যাচের ৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে সবেমাত্র ২৫৩ রান। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৩ রানের। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসে ছিল ৪৯ রানের। এছাড়া ব্যাটিংয়ে সঙ্গে বল হাতে ৭টি উইকেট নেন তিনি।

Bootstrap Image Preview