Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা জানাচ্ছেন ইলিয়াস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:২২ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:২২ PM

bdmorning Image Preview


বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। গত ১৮ নভেম্বর তার অফিসিয়াল ভেরিভাইড ফেন পেইজে একটি ভিডিও আপলোড করেন ইলিয়াস। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১০ বছরের উন্নয়ন তরুণদের কাছে তুলে ধরেন এবং ‘হাসিনা অ্যা ডটার্স টেইল’ চলচ্চিত্রটি নিয়ে বেশ কিছু কথা তুলে ধরেন।

ভিডিওটি প্রকাশের পর আলোচনা যেমন ছিল, সমালোচনাও কম ছিল না। তবে বেশির ভাগ কমেন্টই ছিল ইতিবাচক। ১৩ মিনিটের ভিডিওটি জুড়েই রয়েছে উন্নয়নের কথা এবং প্রধানমন্ত্রীর প্রতি সম্মান। এতে তুলে ধরা হয়েছে পদ্মা সেতু, মেরিন ড্রাইভ, হাতিরঝিল, মেট্রো রেল, বিদ্যুতের উন্নয়ন, রোহিঙ্গা ইস্যু, ইন্টারনেটের সহজলভ্যতা ইত্যাদির কথা।

এ প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘গত ১৫ই নভেম্বর ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সদস্য হিসেবে ‘হাসিনা অ্যা ডটার্স টেইল’ চলচ্চিত্রটির স্পেসাল স্ক্রিনিংটি দেখি। দেখার পর আমি আমার কান্না থামাতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করছেন নিজের বোনবাদে পুরো পরিবারকে হারানোর পরও, তাহলে তার প্রতি আমরা কেন আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারবো না? মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মানের জায়গা থেকেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর গত ১০ বছরের উন্নয়নের কিছু অংশ নিয়ে কথা বলি এবং ভিডিও প্রকাশ করি।’

‘হাসিনা অ্যা ডটার্স টেইল’ চলচ্চিত্রটি নিয়ে ইলিয়াস বলেন, ‘মাত্র ৭০ মিনিটের একটি চলচ্চিত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুদ্ধময় পুরো জীবনের ইতিহাস তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একমাত্র বোন বাদে পুরো পরিবারকে হারানোর পর একটা মানুষের কতটুকু দৃঢ় মানসিক মনোবল থাকলে তিনি আবার দেশে ফিরে আসেন? ফিরে আসার প্রতিটা পথে ছিল বাঁধা আর মৃত্যুর ভয়। যেখানে আমরা পরিবারের ১ জন সদস্যের চলে যাওয়াকেই মেনে নিতে পারিনা, শোক কাটাতে অনেক সময় লেগে যায়, সেখানে শেখ হাসিনা কিভাবে পেরেছেন তা এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তুলে ধরা হয়েছে এক হার না মানা নারীর গল্পকে, তুলে ধরা হয়েছে বাবা-মা হারা এক সন্তানের গল্পকে, ভাই হারা বোনের গল্পকে।’

তিনি আরও বলেন, ‘যে বাঙালি জাতির জন্য তার বাবা এই দেশটাকে রক্ষা করেছেন, বাংলাদেশটাকে এনে দিয়েছেন, সেই বাংলাদেশেই কিছু কুলাঙ্গারের হাতে প্রাণ দিতে হয়েছে তার বাবাসহ পুরো পরিবারকে। এরপরও মাননীয় প্রধানমন্ত্রী ফিরে এসেছেন সেই আমাদের কাছেই, বাঙালিদের কাছেই। পরিবারের একজন অলস সদস্য থেকে পুরো জাতির দায়িত্ব কিভাবে নিয়েছেন তা এই ছবিতে আছে। একটা মানুষ এত সরল জীবন-যাপন কিভাবে করতে পারে সেটা উনাকে না দেখলে বুঝা মুশকিল। যিনি একটা দেশের প্রধানমন্ত্রী, যার নেই কোন লোভ, হিংসা। এক কথায় অসাধারণ। যারা এই চলচ্চিত্রটি না দেখবেন তারা অনেক কিছুই মিস করবেন। শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর কাছে আমাদের প্রধানমন্ত্রীর জীবন কাহিনী শিক্ষণীয় হয়ে থাকবে। দলমত নির্বিশেষে একজন আদর্শ মানুষের জীবন কেমন হয় তা জানার জন্য হলেও ছবিটি সবাই দেখে আসুন। চ্যালেঞ্জ করছি, আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না।’

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই ইলিয়াসের ‘না বলা কথা ৪’ গানটি ইউটিউবে ২ কোটি ভিউ ছাড়িয়েছে। বর্তমানে বেশ কিছু নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সংগীতশিল্পী।

Bootstrap Image Preview