Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেনী দিয়ে ভারত, ৩ নাইজেরিয়ানকে ধরল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:৫৯ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেনীর পরশুরামে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। আটকরা হলেন- অসুনডু মৌরিচ (৩৪), অবিন্না ইসাক (৪০) ও ইউচুকিউ এনাতে (৪৫)।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটকদের পরশুরাম থানায় সোপর্দ করেছে বিজিবি।

পুলিশ জানায়, রাতে তিন বিদেশিকে ভারত সীমান্তবর্তী এলাকায় ঘুরাঘুরি করতে দেখে বিজিবির নিজকালিকাপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার মুর্শেদের নেতৃত্বে একটি দল তাদের আটক করে। এ সময় তাদের বহনকারী সিএনজি (ফেনী- থ ৬১৬৯) জব্দ ও চালক আবুল হাসেমকেও আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, বিজিবি সদস্যরা তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করে সোমবার দুপুরে থানায় সোপর্দ করেছেন। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview