Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভক্তদের সতর্ক করে দিলেন মেহজাবিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:৪৪ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


ছোট পর্দার পরিচিত মুখ মেহজাবিন। তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। আর তারই সুবিধা নিচ্ছেন কেউ কেউ। আর তাই মেহজাবিনের নাম ব্যবহারকারী কিছু প্রতারক থেকে ভক্তদের সতর্ক থাকতে বললেন এই অভিনেত্রী।

মেহজাবিনের বিব্রত হওয়ার মূল কারণ ফেসবুক। তার নামে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি ও পেজ চালানো হচ্ছে। মেহজাবীনের নামে বিভিন্ন ভুয়া আইডি থেকে টাকা ও আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। আর তাই এসব প্রতারক থেকে সাবধান থাকতে বলেছেন এই তারকা।

মেহজাবিনের একটি নিজস্ব ফেসবুক আইডি আছে এবং সেটি ফেসবুক কর্তৃপক্ষ থেকে ভেরিফায়েড। আর ওই আইডির ফলোয়ার্স ৫ লাখ ৫০ হাজারের বেশি। এছাড়া একটি ফ্যান পেজ রয়েছে, সেখানে ৩ লাখ ৮৫ হাজারের মতো মানুষ সংযুক্ত রয়েছে। এই আইডি ও পেজই দুটি তিনি নিয়ন্ত্রণ করেন। এছাড়া ফেসবুকে আর কোনও পেজ বা আইডি নেই তার।

Bootstrap Image Preview