Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান আমাদের জন্য কিছুই করে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:১৮ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:১৮ PM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সহায়তা বন্ধ করার স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন, পাকিস্তান আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সৈন্য ঘাঁটির শহরের কাছে লুকিয়ে থাকতে সহায়তা করেছিল ওরা (পাকিস্তান) আমাদের জন্য কিছুই করে না।

রোববার মার্কিন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘পাকিস্তানের সবাই জানতো, লাদেন সেখানে লুকিয়ে আছেন।’

তিনি বলেন, ‘আমরা তখন পাকিস্তানকে বছরে ১৩০ কোটি ডলার দিচ্ছিলাম। লাদেন পাকিস্তানে বাস করছিল, আর আমরা পাকিস্তানকে বছরে ১৩০ কোটি ডলার দিয়ে সহায়তা করছিলাম। এটা এখন আর আমরা করছি না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি এটা বন্ধ করেছি। কারণ, ওরা আমাদের জন্য কিছুই করছিল না, কিছুই না।’

পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের বাড়ির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এভাবে বসবাস করা, পাকিস্তানে থাকা, এত সুন্দর করে পাকিস্তানে থাকা, আমার মনে হয়, ওরা এটাকে খুব সুন্দর অট্টালিকা বলে মনে করতো।’

মার্কিন নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ডেভেলপমেন্ট গ্রুপ ২০১১ সালে দুঃসাহসিক হেলিকপ্টার অভিযানে অ্যাবোটাবাদের বাড়িটি গুঁড়িয়ে দেয়। ‘কিন্তু সে (লাদেন) পাকিস্তানে মিলিটারি একাডেমির ঠিক পাশেই ছিল। পাকিস্তানের সবাই জানতো, সে ওখানে আছে, যোগ করেন ট্রাম্প।

সেপ্টেম্বর মাসে ট্রাম্পের প্রশাসন ইসলামাবাদকে ৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসবাদের মোকাবেলায় যথেষ্ট কাজ করছে না।

Bootstrap Image Preview