Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পর্নোগ্রাফি’ ধরিয়ে দিলেই ৬১ লাখ টাকা পুরস্কার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৩:১০ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৩:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অভিনব এক পদক্ষেপ হাতে নিয়েছে চীনের কর্তৃপক্ষ। অনলাইনে পর্ন দেখানো হচ্ছে এমন খবর ‘সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না’কে  দিতে পারলেই মিলবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা।

জানা গেছে, কেবল পর্নোগ্রাফিই নয় সরকারবিরোধী কোনো গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছডা়নো হচ্ছে বলে খবর দিতে পারলেও পুরস্কার দেওয়া হবে। 

চীনের ইন্টারনেট রেগুলেটরি অথরিটি'র অভিমত, পর্ন কিংবা বিভিন্ন ফেক নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এগুলো সমাজের অবক্ষয়ের কারণ; একইসাথে দেশের ঐক্য নষ্ট করে।

এরকম লেখা বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোনো অনলাইন মাধ্যমে যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা নিয়েছে চীন।

ইতিমধ্যে ফেসবুক থেকে প্রায় ৯৮০০ 'ফেক প্রোফাইল'কে সরিয়ে দিয়েছে ‘সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না’। কারণ এসব প্রোফাইল থেকে সরকারবিরোধী গুজব ছড়ানো হতো। 

Bootstrap Image Preview