Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়য়াডাঙ্গা) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০২:১১ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০২:১১ PM

bdmorning Image Preview


জীবননগর উপজেলার মনোহরপুর বাসষ্টান্ডে মসজিদের সামনে শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলারের চাকা পামচার হয়ে চালক নিহত হয়েছে।

আজ সোমবার রাত দুইটার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর বাসষ্টান্ডে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মহেশপুর উপজেলার সরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার শরিফুল ইসলামের ছেলে সাব্বির আহম্মদ (২২) নিহত হয়।

স্থানীয় বাজার পাহারাদার কমিটির দায়িত্বরত দলপতি মুক্তার হোসেন বলেন, বিচেলী বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলার রাত দুইটার দিকে মনোহরপুর বাসষ্টান্ডে পৌছালে শ্যালো ইঞ্জিন চালিত অতিরিক্ত বিচেলী বোঝাই করার কারণে সামনের চাকা পামচার হলে শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলারটি উল্টে যায় এবং গাড়ীর চালক গাড়ীর নিচে চাপা পড়ে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview