Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, ডিসেম্বার ২০১৮ | ২৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

২ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ পিইসি পরীক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০১:১২ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০১:১২ PM

bdmorning Image Preview


রংপুরের তারাগঞ্জে এবং চট্টগ্রামের বন্দর থানাধীন বন্দর মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনার দুই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় মর্মান্তিক পৃথক দুটি দুর্ঘটনায় তারা নিহত হন।

এর মধ্যে, চট্টগ্রামের বন্দর থানাধীন বন্দর মার্কেট এলাকায় টমটমের ধাক্কায় নিহত হন সুমনা আকতার। আহত হয়েছে সঙ্গে থাকা আরেক পরীক্ষার্থী পিংকি আকতার (১১)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার সুমনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, রংপুরের তারাগঞ্জে পরীক্ষা দিতে যাওয়ার সময় আরও একটি পিইসি পরীক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর উত্তেজিত জনতা দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

Bootstrap Image Preview