Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্ট হারের মুখে নিউজিল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৩১ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৪০ AM

bdmorning Image Preview


হাসান আলি ও ইয়াসির শাহ’র পেস-স্পিনের জোড়া ফলায় বিদ্ধ নিউজিল্যান্ড৷ দুই প্রান্ত দিয়ে দুই পাক তারকা সাঁড়াশি আক্রমণ চালানোয় আবু ধাবিতে সিরিজের প্রথম টেস্টে হারের মুখে কিউয়িরা৷

নিউজিল্যান্ডকে ১৫৩ রানে অলআউট করার পর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২২৭ রান তোলে৷ ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছিল৷ তার পর থেকে খেলতে নেমে কিউয়িরা তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে ২৪৯ রানে৷

হেনরি নিকোলস ও বিজে ওয়াটলিংয়ের পঞ্চম উইকেটের জুটিতে ১১২ রান ছাড়া কিউয়ি ইনিংসে উল্লেখযোগ্য পার্টনারশিপ চোখে পড়েনি৷ দ্বিতীয় নতুন বলে এই জুটি ভাঙার পরেই তাসের ঘরের মতো ধসে পড়ে কিউয়ি ব্যাটং লাইনআপ৷ হেনরি ৫৫ ও ওয়াটলিং ৫৯ রান করে আউট হন৷ এছাড়া জিৎ রাভাল ৪৬, কেন উইলিয়ামসন ৩৭, রস টেলর ১৯ ও ইস সোধি ১৮ রানের যোগদান রাখেন৷

পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন হাসান ও ইয়াসির৷ প্রথম ইনিংসে ৩৮ রানে ২ উইকেট নেওয়া হাসান দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৫ উইকেট দখল করেন৷ প্রথম দফায় ৫৪ রানে ৩ উইকেট নেওয়া ইয়াসির দ্বিতীয় ইনিংসে ১১০ রানে পাঁচ উইকেট পকেটে পোরেন৷

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ৩৭ রান তুলেছে৷ ইমাম উল হক ২৩ বলে ২৫ ও মহম্মদ হাফিজ ২৫ বলে ৮ রান করে ব্যাট করছেন৷ শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার আর মাত্র ১৩৯ রান৷

Bootstrap Image Preview