Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৬ দিনে কয়টি মনোনয়নপত্র বিক্রি করল বি. চৌধুরীর দল?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ১০:৪৬ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ১০:৪৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ নির্বাচনে ক্ষমতার ভারসাম্য আনতে বিএনপির কাছে ১৫০ আসনের শর্ত দিয়েছিল ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)। কিন্তু বিকল্পধারা বাংলাদেশের একাংশের প্রেসিডেন্ট বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট এ পর্যন্ত ১৩৭টি মনোনয়রপত্র বিক্রি করতে সক্ষম হয়েছে।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৩ নভেম্বর থেকে মনোনয়রপত্র বিতরণ ও জমা নেওয়া শুরু হয়েছে। বিকল্পধারার প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ ও জমা নেওয়া পুরোদমে চলছে। আজ রবিবার পর্যন্ত ১৩৭ জন বিকল্পধারার মনোনয়নপত্র কিনেছেন।

বিকল্পধারার একাংশের দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলামের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রবিবার রাত ৮টা পর্যন্ত বাড্ডার নির্বাচনী কার্যালয়ে মোট ১৩৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং ২০ জন প্রার্থী ফরম জমা দেন। আজ সোমবার সকাল ১১ থেকে রাত ১০ পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শেষ হবে।

Bootstrap Image Preview