Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেড় হাজার টাকার জন্য দিনমজুরকে পিটিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ১০:৩২ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ১০:৩২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দেড় হাজার টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম হিরণ মিয়া (৩৩)।

ময়মনসিংহের নান্দাইলে উপজেলার জাহাঙ্গিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত হিরণ মিয়া জোয়াল ভাঙ্গা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রতন মিয়া বাড়িঘর মেরামরতের কাজ করে থাকেন। পাশের বারঘড়িয়া গ্রামের বাবুল মিয়া দাবি করেন রতনের নিকট তিনি ১৫০০ টাকা পান। পরে তিনি কোনো টাকা পান না বলে বাবুলকে খাতা দেখতে বলেন রতন। এতে ক্ষিপ্ত হয়ে বাজারের মধ্যে রতনকে মারধর শুরু করেন বাবুল। খবর পেয়ে বড়ভাই দিন মজুর হিরণ ছোট ভাই রতনকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হিরণকে প্রচণ্ড মারধর করে হাত-পা ভেঙে দেন বাবুল। পরে সংকটাপন্ন অবস্থায় হিরণকে সেখান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় রবিবার দুপুরের পর তিনি মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview