Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে সমাপনী পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৫০১ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:৪১ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:৪১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় (রবিবার) ১ম দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫০১ জন।

জানা যায়, অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে প্রাথমিকে ৩৬২ জন ও ইবতেদায়ীতে ১৩৯ জন।

উপজেলা শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক বলেন, উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৬১৮৫ জনের মধ্যে ছাত্র ২৮৫৮ জন। ছাত্রের মোট অনুপস্থিত ১৬৯ জন। ছাত্রীর সংখ্যা ছিল ৩৩২৭ জন। ছাত্রীর মধ্যে অনুপস্থিত ছিল ১৯৩ জন। মোট অনুপস্থিত ৩৬২ জন।  ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭৪২ জন। এর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী ১৩৯ জন।

তিনি আরও জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ১৪টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয়। 
পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে এক জন করে সরকারি অফিসার দায়িত্ব পালন করেন।

Bootstrap Image Preview