Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা ১৭ আসন থেকে মনোনয়ন নিলেন এরশাদ

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:৩১ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:৩১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রবিবার দুপুরে রাজধানীর কচুক্ষেতে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী।

মনোনয়নপত্র সংগ্রহের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফয়সল চিশতী বলেন, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আমাদের সাবেক রাষ্ট্রপতি এরশাদ প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। এই আসনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং এখানে ব্যাপক উন্নয়নও করেছেন তিনি।’

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে চিশতী বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড আগামী ২০ নভেম্বর সকাল থেকে গুলশান-০১ এর ইমানুয়েলস কনভেনশন মিলনায়তনে পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন।

এ সময় জাতীয় পার্টি বনানী থানা সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম,ভাসানটেক থানা সভাপতি মো. মনিরুজ্জামান,ক্যান্টনমেন্ট থানা সভাপতি ইব্রাহিম খান,গুলশান থানা সাধারন সম্পাদক আবদুস সাত্তার,বনানী থানা সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান,বনানী থানা সাংগঠনিক সম্পাদক মো. মারজান উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview