Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদালতে টাকা ফেরত পেয়ে খুশিতে কাঁদলেন ভিক্ষুক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:২০ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:২০ PM

bdmorning Image Preview


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে জোহোরা বেগম (৬৫) নামক এক ভিক্ষুকের ৫০০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। টাকা ফেরত পাওয়ায় আবেগআপ্লুত হয়ে চোখে পানি চলে আসে তার।

গ্রাম আদালত সহকারী ওয়ালিদ হোসেন জানান, দেওয়ানী মামলা নং-৮৩/১৮-তে জোহোরা বেগম উল্লেখ করেন তিনি এক ব্যক্তির কাছে দীর্ঘদিন যাবৎ টাকা পাবেন। কিন্তু সে টাকা দিতে টালবাহানা করায় গ্রাম আদালতে এসে মামলা দায়ের করেন।

দরিদ্র মহিলার স্বামী, ভিক্ষা করে খান তিনি। মামলার ফিসের টাকা পর্যন্ত দিতে পারিনি। তার মামলার ফিস জমা দেন দিয়েছেন জেলার শ্রেষ্ঠ  ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ও যাতায়াতের খরচ দিয়েছেন প্যানেল চেয়ারম্যান ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ।

দু'পক্ষের শুনানি শেষে ভিক্ষুক জোহারা বেগমকে ৫০০০ হাজার টাকা পাওনাদার ব্যক্তির কাছ থেকে আদায় করে দেন। টাকা হাতে পেয়ে সে আবেগে উচ্চস্বরে কেঁদে ফেলেন।

তিনি বলেন, সরকার গ্রাম আদালত করে একটা ভালো কাজ করেছে আর আমরা লিটুর মত একটা চেয়ারম্যান পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করছি।

Bootstrap Image Preview