Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘অদ্ভুত প্রাণী’ রিজভী: হাছান মাহমুদ

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:০৯ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:০৯ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অদ্ভুত এক প্রাণীতে রূপান্তরিত হয়েছেন।

রবিবার (১৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘রিজভী আহমেদ বলেছেন সরকার অদ্ভুত প্রাণীতে পরিণত হয়েছে। আসলে সরকার নয়, রিজভী আহমেদ নিজেই অদ্ভুত এক প্রাণীতে রূপান্তরিত হয়েছে। কারণ, ওনার মুখে কোনও দিন হাসি দেখি না। উনি সকাল বিকাল মিথ্যা কথা বলেন, মিথ্যাচার করেন। তারা আচরণবিধির কথা বলেন। তাদের কার্যালয়ের সামনে যেভাবে হাজার হাজার লাঠি আর বাঁশ নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য তার দলের নেতাকর্মীরা গিয়েছে, এটা আচরণবিধির কোথায় আছে?’

বিএনপি এবং ঐক্যফ্রন্ট প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রীতিমতো সমাবেশ করে তারা ধানের শীষে ভোট চেয়েছে। দেশের সর্বোচ্চ আদালত এবং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মির্জা ফখরুল এবং ড. কামাল হোসেন ধানের শীষে ভোট চেয়েছেন। এটা আচরণবিধির চরম লঙ্ঘন। ড. কামাল হোসেন সাহেব আইনের শাসনের কথা বলেন, গতকাল তিনি যেই ভাষায় কথা বলেছেন, এতে আমার নিজের লজ্জা হচ্ছে। তাই আমি বিএনপিকে অনুরোধ জানাবো, ঘৃণা আর বিদ্বেষ না ছড়িয়ে, কোনও বক্তব্য দেওয়ার আগে আচরণবিধিগুলো দেখবেন।

বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে হাছান মাহমুদ বলেন, ‘গত ১০ বছরে বিএনপি এবং জামায়াত বিভিন্ন লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। লবিস্ট ফার্ম নিয়োগ করে তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে চেয়েছিল, সরকারের বিরুদ্ধে ইউএস সিনেট থেকে শুরু করে সব জায়গায় নানা ধরনের অপপ্রচার চালিয়েছে এবং এখনও তা অব্যাহত রেখেছে। আমি আজকেও দেখেছি একটি পত্রিকায় একটি রিপোর্ট বেরিয়েছে। এই রিপোর্টে বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় আনার চেষ্টা করা হয়েছে। এটা একটি ফ্যাব্রিকেটেড রিপোর্ট। এই রিপোর্টে আওয়ামী লীগের বিষয়ে যা লেখা হয়েছে সেগুলোর কোনও সত্যতা নাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

Bootstrap Image Preview