Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে মনোরম পরিবেশে পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে ১৩টি পরীক্ষা কেন্দ্রে মনোরম ও সুন্দর পরিবেশে পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানওয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন ও কেন্দ্র সচিবসহ সকলের সহযোগীতায় ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ব্যতিক্রমী, সুন্দর ও মনোরম পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷

যমুনা বিধস্ত চৌহালী উপজেলার পিএসসি পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে- চৌহালী সদর মডেল সপ্রবি, কোদালিয়া পশ্চিমপাড়া সপ্রবি, সুম্ভূদিয়া সপ্রবি, শেখচাঁদপাড়া সপ্রবি, চরধীতপুর সপ্রবি, পশ্চিম শৈলজানা সপ্রবি, উমারপুর সপ্রবি, দত্তকান্দি সপ্রবি, বাকুলিয়া সপ্রবি, স্থলচর সপ্রবি, এনায়েতপুর সপ্রবি, ধুবলিয়া বাড়ি সপ্রবি, চাঁদপুর সপ্রবি, ১৩টি কেন্দ্রে সমাপনীতে মোট- ৪০৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় ৷

এর মধ্যে ছাত্র- ১৭৫৩ জন, ছাত্রী- ২৩৩১ জন ও এবতেদায়ী শিক্ষা সমাপনীতে ছাত্র- ২৬৮ জন, ছাত্রী- ২২৮ জনসহ মোট ৪৯৬ জন শিক্ষার্থী পরীক্ষার টেবিলে বসেছে। 

উল্লেখ্য পিএসসি ও এবতেদায়ী শিক্ষা সমাপনীতে মোট অনুপস্থিত ৩৪১ জন ছাত্র/ছাত্রী ৷

Bootstrap Image Preview