Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২ দিনব্যাপী শাহজাদপুরে আয়কর মেলার উদ্বোধন

ফারুক হাসান কাহার , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৩:২২ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৩:২৪ PM

bdmorning Image Preview


‘উন্নয়নের শীর্ষে যাবো যথাযথ আয়কর দিব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ দিনব্যাপী আয়কর মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে। কর অঞ্চল-বগুড়া’র সার্কেল-১২ (শাহজাদপুর) সিরাজগঞ্জ এ মেলার আয়োজন করেছে। 

এ উপলক্ষে আজ রবিবার সকালে  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ ও সিরাজগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মুহম্মদ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-বগুড়া’র সার্কেল-১২ (শাহজাদপুর) সিরাজগঞ্জ এর অতিরিক্ত সহকারি কর কমিশনার প.ম শফিউল্লাহ্। অনুষ্ঠান উপস্থাপনা করেন কর পরিদর্শক রাশিদুল হক খান। অনুষ্ঠানের বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে করদাতাদের নিয়মিত কর প্রদানের আহবান জানান।

উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর মেলায় হেল্প ডেক্স, সোনালী ব্যাংক বুথ, রি-রেজিস্ট্রেশন বুথ, আয়কর রির্টান দাখিল বুথ, ও আয়কর গ্রহণের স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview