Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে কলেজছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

জামশেদুর রহমান, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৩:১৮ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৩:১৮ PM

bdmorning Image Preview


নোয়াখালী সোনাপুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী তাবাসুম তানিয়া চমক হত্যার বিচারের দাবিতে সোনাপুর কলেজ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিরার (১৮ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, মানবকল্যাণ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবারই(১১ নভেম্বর) রাতে ঢাকা থেকে আসা বাবা ও মাকে আনতে মাইজদী রেলওয়ে স্টেশনে যায় চমক। কিন্তু বাবা ও মা সরাসরি বাসায় চলে আসলেও চমককে বাসায় এসে দেখতে পায়নি তারা।

পরে বিষয়টি সুধারাম থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে অবহিত করা হয়। এর মধ্যে তিনদিন অতিবাহিত হলেও তাকে কোথাও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে খুঁজতে থাকলে চমকের মরদেহটি নিজ বাসার পার্শ্ববর্তী ডোবায় ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ও টহলে থাকা র‌্যাব সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
 

Bootstrap Image Preview