Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলতি বছর জীবননগর উপজেলায় সমাপনী পরীক্ষার্থী ৪২৪৫জন

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি)ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি)পরীক্ষা।

আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে  দুপুর ১টা পর্যন্ত প্রথম দিনে অনুষ্ঠিত হয় ইংরেজী বিষয়ের পরীক্ষা।

এ বছর উপজেলায় সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৪হাজার ২৪৫জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিকের ৩হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৩হাজার ৭৯৮জন  এবং ১৬৫জন পরীক্ষার্থী অনুপস্থিত। ইবতেদায়ি পরীক্ষার্থী ২৮২জনের মধ্যে  অংশ নিয়েছে ২৫২জন এবং অনুপস্থিত ৩০জন।

এবার বিশেষ চাহিদা সম্পন্ন ৭ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনীতে অংশ নিচ্ছে।

জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রশ্নপত্র ফাঁশ রোধে এ বছর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি)পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।শিক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় জিনিস পত্র ছাড়া আর কোন জিনিস পত্র  নিয়ে যেতে দেওয়া হয়নি। শিক্ষকদেরও পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে দেওয়া হয়নি। 

Bootstrap Image Preview