Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে পিএসসি পরীক্ষার প্রথমদিনেই অনুপস্থিত ১৫৯ জন 

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০২:৩৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধভাবে নকল মুক্ত পরিবেশে প্রথমদিন রবিবার (১৮ নভেম্বর) বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

পরীক্ষায় কোন শিক্ষার্থী বহিস্কার না হলেও অনুপস্থিত ছিল ১৫৯ জন। এর মধ্যে প্রাথমিকে ১২৫ জন ও ইবতেদায়ীতে ৩৪ জন অনুপস্থিত ছিল।

উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষায় এ বছর নন্দীগ্রাম উপজেলায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১৯ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৬'শ ৯৬ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩'শ ২৩জন। উপজেলার মোট ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 
 

Bootstrap Image Preview