Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রাক্তন প্রেমিককে ফিরে পেতেই মেয়েরা ধর্ষণের অভিযোগ করে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০২:১৬ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০২:১৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেছেন শুধুমাত্র প্রাক্তন প্রেমিককে ফিরে পেতেই মেয়েরা ধর্ষণের ভুয়া অভিযোগ করেন।

গতকাল শনিবার তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ধর্ষণের প্রায় ৮০-৯০ শতাংশ মামলায় দেখা গেছে অভিযুক্ত ও অভিযোগকারী পরস্পরের কাছের মানুষ। তারা দিনের পর দিন একসঙ্গে ঘুরেছেন। এর পরে একদিন তাদের নিজেদের মধ্যে ঝগড়া হলো।  এর জের ধরেই নারী ধর্ষণের অভিযোগ দায়ের করেন।’

সাম্প্রতিক বছরগুলোতে হরিয়ানায় ধর্ষণের ঘটনা তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে। যদিও এই বক্তব্যের সঙ্গে সহমত নন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক জনসভায় তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনা আগেও ঘটত, এখনও ঘটে। শুধুমাত্র এ বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে।’

মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা। কংগ্রেসের মতে, এটি রাজ্য সরকারের তীব্র নারী বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ। একজন মুখ্যমন্ত্রীর এ ধরনের বিতর্কিত বিবৃতি শুনে বিস্মিত পুরো রাজ্য।

মুখ্যমন্ত্রী মনোহরলাল এর আগেও বিতর্কিত বক্তব্য করে সমালোচিত হয়েছে। ধর্ষণের বৃদ্ধির পেছনে নারীরাই দায়ী বলে মন্তব্য করে সমালোচিত হন তিনি। গত বছর এক সভায় তিনি বলেন, ‘মেয়েরা যদি শালীন পোশাক পরে, তবে একজন ছেলে তার দিকে কখনই বাজে নজরে তাকাবে না।’

ভারতে যুব সমাজের ব্যক্তি স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা স্বাধীনতা চায়, তবে রাস্তায় নগ্ন হয়ে ঘুরে বেড়ান না কেন? আমাদের দেশের সংস্কৃতি নারীদের শালীন পোশাক পরতে বলে।’

Bootstrap Image Preview