Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় লুৎফর রহমান (৫১) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। লুৎফর রহমান উপজেলার বড়বিলা গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া দাখিল মাদরাসার সুপার।

আজ রবিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে লুৎফর রহমান নান্দিয়ারপাড়া রহমানিয়া সিনিয়র মাদ্রাসার পিছনে ফাঁকা মাঠের ভেতর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। সংবাদ পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে।

এ ঘটনায় ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দিন হারুন মন্ডলসহ ১৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে লুৎফর রহমানকে শনিবার সন্ধ্যার দিকে বড়বিলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

Bootstrap Image Preview