Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও ভূমিধসে নিহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ১১:০২ AM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ১১:০২ AM

bdmorning Image Preview


ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের সুলাওয়েসি প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প ও ভূমিধসে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। ঘর ছাড়া হয়েছে ৮ হাজারের বেশি মানুষ।

শনিবার (১৭ নভেম্বর) ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

মামাসার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পুনর্বাসন ও পুনর্গঠন ইউনিটের প্রধান পাসাম্বোয়ান পানগ্লোলি বলেন, গত কয়েক দিনে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১ থেকে ৫ দশমিক ৫। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পশ্চিম সুলায়েসি অঞ্চলে এই ঘটনা ঘটে। দেশটির আট হাজারের বেশী মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

দেশটির পক্ষ থেকে জানানো হয়, ভূমিধসে ৮ টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম সুলায়েসি অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে দুই হাজার লোকের মৃত্যু হয়।

Bootstrap Image Preview