Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যারিবিয়ান সিরিজের বিস্তারিত সূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ১০:৪০ AM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ১১:০১ AM

bdmorning Image Preview


চলতি বছরের জুলাই-আগস্টে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবীয়রা সফর করেছিল বাংলাদেশ।সে সফরে টেস্টে বাজে ভাবে হারলেও  ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ২-১, ২-১ ম্যাচে সিরিজ জিতে নিয়েছিল টাইগাররা। তারই ফিরতি সিরিজে ১৪ ও ১৫ নভেম্বর বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজে রয়েছে দুটি টেস্ট, তিন ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়াও রয়েছে টেস্ট সিরিজ শুরুর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। রয়েছে একদিনেরও একটি প্রস্তুতি ম্যাচ। টেস্ট সিরিজের আগে দুই দিনের (১৮-১৯ নভেম্বর) প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

টেস্ট সিরিজ

প্রথম টেস্ট ২২-২৬ নভেম্বর, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা

ওয়ানডে সিরিজ শুরুর  আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। শুরু হবে সকাল ৯টায়।

ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে ৯ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।

দ্বিতীয় ওয়ানডে ১১ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।

তৃতীয় ওয়ানডে, ১৪ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

তিনটি ওয়ানডে ম্যাচই দিবা-রাত্রির। শুরু হবে দুপুর ২টা থেকে।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের সবকটাই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

টি-টোয়েন্টি সিরিজ

প্রথম টি-টোয়েন্টি ১৭ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

দ্বিতীয় টি-টোয়েন্টি ২০ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।

তৃতীয় টি-টোয়েন্টি ২২ ডিসেম্বর, শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।

Bootstrap Image Preview