Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একটি শিশুর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৩১ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৩১ PM

bdmorning Image Preview


শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ

একটি জীবন বাঁচাতে প্রাণ গেল নিজের। শিশুকে রাস্তা পার করে দেয়ার সময় দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল হোসেন আলী (২৫) নামে এক যুবকের।

শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল এলাকায় ঘটনাটি ঘটেছে। সে শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের লুৎফর ঢালীর ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় হোসেন আলী যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল মেইন রোডে নছিমন করিমন চলাচল বাবদ পুলিশের দরুন ১০-২০ টাকা হারে চাঁদা তুলতো। শুক্রবার সন্ধ্যায় একটি নছিমন চালকের কাছ থেকে টাকা নেওয়ার সময় সে দেখতে পায় একটি শিশু একা রাস্তা পার হচ্ছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সামনেই শিশুটিকে পড়তে দেখে হোসেন আলী দ্রুত শিশুটির হাতধরে রাস্তা পার করে দিতে গেলে নিজেই দ্রুতগামী প্রাইভেট কারের নিচে চাপা পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তার মাঝেই মারা যায় হোসেন আলী। হোসেন আলীর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের বাড়িতে এখনো চলছে শোকের মাতম। পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাসাত। হোসেন আলীকে এক নজর দেখতে শতশত লোক ভীড় করছে তার বাড়িতে।

Bootstrap Image Preview