Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:২৯ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:২৯ PM

bdmorning Image Preview


নরসিংদীতে ৩৯টি ব্যাংকের উদ্যোগে জেলা ভিত্তিক লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা ও আর্থিক কার্যক্রমের অংশ হিসেবে এই জেলাতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় নরসিংদী অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসময় বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সরকারি কর্মকর্তারা জেলা প্রসাশক কার্যালয় হতে একটি র‌্যালি বের করে নরসিংদী অফিসার্স ক্লাব অ্যাডিটরিয়ামে গিয়ে শেষ হয়। 

বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় এবং ৩৯টি ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অথিতি জেলা প্রসাশক সৈয়দা ফারহানা কাউনাইন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মো: আবুল বশর, জনাব সরদার আকতার হামিদ, এ. এইচ. এম জামেরী হাসান এবং হারুনর রশীদ। 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাফসান মাহবুব অভির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধে বক্তব্য রাখেন- জেলা প্রসাশক সৈয়দা ফারহানা কাউনাইন, প্রাইম ব্যাংক নরসিংদী শাখার ব্যবস্থাপক এনালমুল হক কবির সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। 

বক্তারা বলেন, নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ছাত্রদের সঞ্চয়ী হওয়ার জন্য ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন। ইতিমধ্যে সারাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাংকে ১৫ লাখ হিসাব চালু করেছে, যাতে সঞ্চয়ের পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশী। 

সম্মেলনে জেলার ৩৯টি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন স্থলে জেলার ৩৯টি ব্যাংকের ষ্টল অংশ নেয়।
 

Bootstrap Image Preview