Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘শিল্পের শহর ঢাকা’ কর্মসূচি এবার স্কুল পর্যায়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৬:৫৭ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগীত প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সংগীতানুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে শুরু হয় 'শিল্পের শহর ঢাকা' এর জেলা ভিত্তিক কার্যক্রম।

'ঢাকা হবে শিল্পের শহর, ঢাকা হবে বিশ্বের অন্যতম নান্দনিক নগরী' এই স্লোগানে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে শিল্পের শহর ঢাকা কর্মসূচি। মোহাম্মদপুরের ওব্যাট ইংলিশ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম।

ইতিমধ্যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগীত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে জাতীয় সংগীতসহ আরও নয়টি দেশাত্ববোধক গান শেখানো হয়। শিল্পের শহর ঢাকা কর্মসূচির এবারের আয়জনে শিক্ষার্থীরা সেই গানগুলোই পরিবেশন করেন। গানগুলো হলো-জাতীয় সংগীত, ধনধান্য পুষ্পভরা, এ মাটি নয় জঙ্গিবাদের, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, সত্য বল সুপথে চল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আনন্দ লোকে মঙ্গল আলোকে, মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার, দাও সোর্য দাও ধর্য।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬নভেম্বর) ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের বারিধারা শাখায়ও সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বি এস বি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার, অধ্যক্ষ মো মাজহারুল ইসলাম। মিউজিক বিভাগের প্রধান কাজল কুমার দে, এবং চারু ও কারু বিভাগের প্রধান জাফরীন ফেরদৌসী।

এছাড়াও, আজ উইনসাম স্কুল এন্ড কলেজের লালমাটিয়া শাখা এবং আগামীকাল (১৮ নভেম্বর) মেট্টোপলিটন স্কুল অ্যান্ড কলেজের যাত্রাবাড়ী শাখায় এই সংগীতানুষ্ঠানের আয়োজন অব্যহত রাখা হবে। এ সময় বিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক হালিমা সুলতানা, জোহরা হোসেন জেমি (সংগীত শিক্ষিকা), সোমা আক্তার, শাহবাজ খান, নিঘাত আক্তার ও সোহেলী লোহানী।

শহরবাসীকে নির্মল ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে মানুষের মাঝে শিল্পের বোধ ছড়িয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় 'শিল্পের শহর ঢাকা' কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকা শহরে বছরব্যাপী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, শিল্পী মাহবুবুর রহমানের পরিচালনায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে ১৫জন শিল্পীর পারফর্মেন্স আর্ট পরিবেশনার মধ্য দিয়ে গত ২৬ জুলাই ২০১৮ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে 'শিল্পের শহর ঢাকা' কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং বুড়িগঙ্গা নদীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দলের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সাধারণ মানুষের সাথে শিল্পের সংযোগ সাধনের লক্ষ্যে দেশের প্রতিটি শহরে পর্যায়ক্রমে পরিবেশন-শিল্পের বিভিন্ন অনুষঙ্গের উপস্থাপনের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়িত হবে।

 

Bootstrap Image Preview