Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয়ফুল তৈরী প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম নওশিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৯:৩৩ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনায় আয়োজিত বিজয় ফুল উৎসবের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কবিতা রচনা বিষয়ের 'খ' গ্রুপ থেকে কক্সবাজার জেলার একমাত্র প্রতিযোগী হিসেবে প্রথম স্থান অধিকার করেছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইফতিয়া নূর নওশিন।

শুক্রবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে শিল্পকলা একাডেমি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নওশিনের নাম ঘোষণা করা হয়।

নওশিনের পক্ষে চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন তার একমাত্র বড় ভাই ইফতিয়াজ নুর নিশান।

নওশিন এর আগে এই প্রতিযোগিতায় কক্সবাজার জেলা পর্যায়ে একই বিষয়ে প্রথম ও উখিয়া উপজেলা পর্যায়ে চারটি বিষয়ে প্রথম হয়েছিল।

আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের বিজয় ফুল উৎসবে নওশিন চট্টগ্রাম বিভাগের বিজয়ী হিসেবে অংশ নেবে,
সে কক্সবাজার জেলাবাসী তথা উখিয়া উপজেলার সকলের দোয়াপ্রত্যাশী।

উল্লেখ্য, নওশিন উখিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ ইকবাল ও উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা কোহিনূর আক্তারের একমাত্র মেয়ে।

Bootstrap Image Preview