Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসরে যাচ্ছেন ডু’প্লেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৩:৩৬ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


ক্রিকেট কেরিয়ারে ইতি টানার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি৷ তবে এখনই নয়, আরও অন্তত দু’টি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে প্রোটিয়া তারকাকে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টি-২০ ম্যাচের আগে ডু’প্লেসি ইঙ্গিত দিলেন ২০২০ টি-২০ বিশ্বকাপের পরই নিজেকে সরিয়ে নিতে পারেন জাতীয় দল থেকে৷

ডু’প্লেসি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ খুব দূরে নয়৷ সুতরাং আশা করা যায় আবার অস্ট্রেলিয়ায় খেলতে আসার সুযোগ পাব৷ সম্ভবত ওটাই আমার শেষ আন্তর্জাতিক সফর হতে পারে৷’

প্রোটিয়া অধিনায় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও ব্যক্ত করেছেন৷ তিনি বলেন, ‘বিশ্বব্যাপী ঘরোয়া টি-২০ লিগের জন্য আমরা কখনই নিজেদের সেরা দলটাকে এই ফর্ম্যাটে মাঠে নামাতে পারিনা৷ সব দলরে মধ্যেই একটা প্রবণতা আছে তরুণ ক্রিকেটারদের দিয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলানোর৷ নতুনদের পক্ষে আন্তর্জাতিক আবহে সড়গড় হওয়ার জন্য এই পন্থা উপযুক্ত হলেও আন্তর্জাতিক টি-২০ ম্যাচের জন্য এটা আদর্শ উদাহরণ নয়৷ তাতে সেরা মানের খেলা দেখা সম্ভব হয় না৷’

শেষে ২০২০২ টি-২০ বিশ্বকাপ নিয়ে ফ্যাফ আরও বলেন, ‘টি-২০ ক্রিকেট ক্রমাগত নিজের গতি বদলাচ্ছে৷ তবে ব্যক্তিগতভাবে আমি ২০২০ টি-২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে রয়েছি৷ কারণ ওটাই আমার কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে৷’

ডু’প্লেসি ২০১৪ ও ২০১৬ টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন৷ অঘটন না ঘটলে ২০১৯ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপেও তিনি প্রোটিয়াদের নেতা হিসাবেই মাঠে নামবেন৷

Bootstrap Image Preview