Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০২:২৩ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০২:৩৯ PM

bdmorning Image Preview


লিগ গুলোর বিরতী দিয়ে আবারো আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যস্থ ফুটবলার। বৃহস্পতিবার থেকে আবারো মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। আজ দ্বিতীয় দিনের মতো শুক্রবার রাতে মাঠে নামছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্ধি আর্জেন্টিনা ও ব্রাজিল। শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর মেক্সিকোর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ম্যাচ শুরু ভোর ৬টায়।

রাশিয়া বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে খেলতে নামেননি আর্জেন্টািইন তরকা লিওনেল মেসি।তাকে ছাড়াই অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে প্রীতি ম্যাচে নিয়মিত জয় পাচ্ছে আর্জেন্টিনা। তবে আজ মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। 

এদিকে প্রীতি ম্যাচ গুলোতে দারুণ ফর্মে আছে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে যোগ দিয়েছে কৌতিনহো-নেইমাররা। উরুগুয়ে শিবিরেও লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিরা আজ ছেড়ে কথা বলবে না। তাই জমজমাট খেলাই দেখা যাবে লাতিন প্রতিবেশি মুখেমুখি লড়াইয়ে।

Bootstrap Image Preview