Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২০ | ১৪ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

আজ মুক্তি পাচ্ছে ‘হাসিনা : অ্যা ডটার’স টেল’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১০:০৭ AM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১০:০৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল ‘হাসিনা : অ্যা ডটার’স টেল’ শিরোনামের প্রামাণ্যচিত্রর ট্রেলার। ট্রেলার মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে মানুষের তুমুল আগ্রহ তৈরি হয়।

আজ মুক্তি পাচ্ছে বহুপ্রতীক্ষিত এ প্রমাণ্যচিত্রটি। প্রমাণ্যচিত্রটি ফেসবুক পেজে ৮ নভেম্বর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যবয়সী একটি ছবিসমৃদ্ধ পোস্টার প্রকাশ করে এ তথ্য জানানো হয়। মুক্তি উপলক্ষে এর প্রিমিয়ার শো হয়েছে গতকাল রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে।

এটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার সিনেমা, রাজধানীর মতিঝিলের মধুমিতা হল এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে।

৭০ মিনিট দৈর্ঘ্যরে এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করতে সময় লেগেছে পাঁচ বছর। এতে প্রধানমন্ত্রী ছাড়াও তার পরিবারের সদস্যদের দেখা যাবে। উঠে আসবে শেখ হাসিনার সাধারণ জীবনের বেশ কিছু মুহূর্ত।

সেন্টার ফর রির্চাস এন্ড ইনফরমেশন (সিআরই)’র নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস্ এক সংবাদ সম্মেলনে এ খবর জানান।

ডকুমেন্টারিটি প্রযোজনা করেছেন, বঙ্গবন্ধুর নাতি ও সেন্টার ফর রিচার্স এন্ড ইনফরমেশন (সিআরই)’র ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরিচালনা করেছেন, অ্যাপেক্স বক্স ফিল্মের পিপলু খান।

আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গের একটি দল দেবজ্যোতি মিশ্রের সঙ্গীতে সহযোগিতা করেছেন। সিনেমাটোগ্রাফি করেছেন সাদিক আহমেদ এবং সম্পাদনা করেছেন নবনিতা সেন।

সাব্বির বিন শামস্ বলেন, ‘হাসিনা-এ ডটার্স টেল’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন ডকুড্রামা নয়। এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি প্রামাণ্যচিত্র।

তিনি বলেন, এটি মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো অধ্যায় কিভাবে এক কন্যার জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল এটি তারই আকর্ষণীয় বিবরণ।

শামস্ আরো বলেন, ডকুমেন্টারিতে একজন কন্যার অতীত স্মৃতি এবং একজন মহান পিতার সঙ্গে তার সম্পর্ক তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি। ভাইবোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হন। ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন শেখ হাসিনা। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি।

Bootstrap Image Preview