Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাত্যকির সুর তরীতে ভাসছে দর্শক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১০:৪৯ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১০:৫২ PM

bdmorning Image Preview
ছবিঃ শাহরিয়ার তামিম


'আমার একলা নিতাই/একলা নিতাই, একলা নিতাই/হরিনাম দিয়ে জগত মাতালে...' গানের কথার মতোই মাতাল করা সুরে দর্শকদের মাঝে উত্তাল ছড়াচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী সাত্যকি ব্যানার্জি। তার সুরের টানে দেহের মাঝে এক অদৃশ্য তরঙ্গের খেলা করে।

সাত্যকির কন্ঠে যেন বাংলার মাটির রূপ, রস ও প্রাকৃতিক সৌন্দর্যে ঢেউ খেলে যায়। এ যেন এক অনিন্দ্য সুন্দর লোকজ সুরের মোহনা। যে সুরের মোহনায় খুজে পাই বাংলার হাজার বছরের ঐতিহ্য।

মঞ্চের লাল-নীল বাহারি বাতির সমারোহে সাত্যকির উপস্থিতি বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে। গানের শুরু থেকে মনে হচ্ছে সুরতরীতে জোয়ার এসেছে, আর সেই জোয়ার সকলকে দূর দূরান্তে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এমন তরী থেকে কেউ নামতে চাইবেন না।

সাত্যকি বলেন, 'সুরের স্বাদে, গন্ধে পরিপূর্ণ এই ঢাকা। ঢাকার মাঝে এক অপূর্ব মায়া। এত দর্শকের মাঝে গাইতে পেরে বেশ ভালো লাগছে। আমি চেষ্টা করবো আপনাদের আরো কিছু গান শোনাতে।'

কথা শেষ করেই সাত্যকি গাইতে শুরু করেন, 'দে দে পাল তুলে দে...মাঝি হেলা করিস না...ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা...'। গানের তালে দর্শকদের মাঝে ফের সমুদ্রের উত্তাল দেখা যায়। সাথে যোগ হয় জোড় করতালি। এমন গানে কেউ শরীর না দুলিয়ে থাকতে পারেন না। কিছুটা ঝিমিয়ে পড়া দর্শকরাও সুরের তালে মেতে উঠেন।

উল্লেখ্য, বাঙালির নিজস্ব সম্পদ, বাংলা লোকসংগীতকে সকলের মাঝে ছড়িয়ে দেয়া এবং সারাবিশ্বে লোকসংগীতের গৌরবময় অবস্থান তৈরির লক্ষ্যে টানা চতুর্থবারের মতো সান কমিউনিকেশন আয়োজন করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের উৎসব 'ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট- ২০১৮'। সাত্যকির সুরের মোহনা শেষ হলে মঞ্চে উঠবেন।

Bootstrap Image Preview