Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৭:৫৫ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


'আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম কর অঞ্চল- ২ এর আয়োজনে মেলা উপলক্ষে বান্দরবান সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মো: কাওসার আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার, উপ-কর কমিশনার মো: দাউদ হোসেনসহ বান্দরবানের সেরা করদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা সকলকে নিজ নিজ আয় অনুযায়ী কর প্রদান করতে অনুরোধ জানান এবং আয়কর প্রদানের মাধ্যমে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি করে দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখার আহবান জানান।

কর কর্মকর্তারা জানান, আয়কর দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব আর আয়কর প্রদানের মধ্য দিয়ে দেশের প্রবৃদ্ধি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এই আয়কর মেলায় ই-টিন প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহায়তা, আয়কর রির্টান গ্রহণ ও আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা ও পরামর্শ প্রদান করা হবে, আর ১৮ নভেম্বর এই আয়কর মেলার সমাপ্তি ঘটবে। 

Bootstrap Image Preview