Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের ওপর হামলার অভিযোগে তিন মামলায় আসামি ৪৮৮, গ্রেফতার ৬৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৬:১২ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৬:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। দায়ের করা তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে। এর মধ্যে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিট পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, পল্টন থানায় দায়ের করা মামলা নম্বর ২১, ২২ ও ২৩ ।

২১ নাম্বার মামলায় এজাহারভুক্ত আসামি ১৯২ জন, তার মধ্যে গ্রেফতার হয়েছে ১৯ জন।

২২ নং মামলায় এজাহারভুক্ত আসামি ১৫৯ জন, এরমধ্যে গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে।

২৩ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি ১৩৭ জন। এরমধ্যে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুপুর ১টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতাকর্মীসহ অর্ধশতাধিক। এ সময় পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ভাংচুর করা হয় আরও কয়েকটি যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।

এদিকে সংঘর্ষের পর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করেছে। অন্যদিকে পুলিশ বলেছে, নির্বাচন সামনে রেখে ইস্যু তৈরি করতে বিনা উসকানিতে বিএনপি কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত সোম ও মঙ্গলবার শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হয়। তবে গতকাল নির্বাচনী আমেজের মধ্যে এই প্রথম বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটল। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল এক ঘণ্টার জন্য বিএনপি তাদের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম বন্ধ রাখে। পরে আবার নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

সংঘর্ষের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে তারা এ হামলা করেছে। বিএনপি আবারও প্রমাণ করল, তারা সন্ত্রাসী দল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের পরিস্থিতি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাই। হামলার ঘটনা চক্রান্ত বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, নির্বাচন বানচালের জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা ও গাড়ি পোড়ানো হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, 'সরকারের নির্দেশে পুলিশ বিনা উসকানিতে আমাদের ভাইদের গুলি করল, তারা লাঠিচার্জ করল, টিয়ার গ্যাস মারল।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস ও নবীউল্লাহ নবী প্রচুর সমর্থক নিয়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে মোটর শোভাযাত্রা করার চেষ্টা চালান। কর্তব্যরত পুলিশ নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করলে তারা হঠাৎ লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালান। তারা পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। আর্মড পার্সোনাল ক্যারিয়ারেও আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়।

Bootstrap Image Preview