Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:২৯ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:২৯ PM

bdmorning Image Preview


রোমানুল ইসলাম সোহেব, ভোলা (দৌলতখান) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ  বৃহস্পতিবার বেলা ১২টায় এ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার। 

বিদ্যালয়ের সভাপতি ও  ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু এবং পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম ও উপজেলা শিক্ষক ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক এস এ ডাবলু। এ সময় প্রধান অতিথি পৌর মেয়র জাকির হোসেন তালুকদার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির হাতে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।।

এ সময়  স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহিব আলম। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকগন ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, এবার দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২৮ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী রয়েছে ৭৭ জন। আর ছেলে শিক্ষার্থী রয়েছে ৫১ জন।

আলোচনা শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে ১টি করে স্কেল, ২টি করে কলমসহ বিভন্ন উপকরণ দেওয়া হয়। পরে তাদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।।

Bootstrap Image Preview