Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির খেলা অনিশ্চিত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয়  একাদশ নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু এই নির্বাচনের আগ মুহুর্তে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যদি মাশরাফি সত্যি সত্যি মনোনয়ন পেয়ে যায় তাহলে কিভাবে খেলা করবেন? কারণ এই সময় ম্যাশ নির্বাচনের মাঠে ব্যস্ত থাকবেন তার প্রচারণায়। যদি তাই হয় তাহলে এই সব নিয়ে কি ভাবছেন বিসবি সভাপতি নাজমুল হাসান পাপন?

নির্বাচনের কারণে মাশরাফির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলাটা কতটা নিশ্চিত জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি বলেন,এটা তো কঠিন প্রশ্ন কিন্তু ওয়ার্ল্ড কাপে পাওয়া যাবে আমি যতদূর জানি। আসলে হয়েছি কি, অর(মাশরাফির) ইস্যুটার টাইমিংটা দেখেন। ওর নির্বাচনের নমিনেশনের সাব মিটের একটা ডেট আছে । কবে তুলবে, কবে ফিল আপ করবে ? ওখানে কোন প্রোগ্রাম করবে কি না সেটাও আমি জানি না।কিন্তু আজকে মাশরাফির সাথে আমার দেখা হবে । মনে হয় হবে। দেখা হওয়ার সম্ভাবনা আছে। তার পর আমি ডিটেলস জানতে পারবো। যদি সুযোগ থাকে তাহলে সে খলবে। যদি এক দিনের জন্যই ইনস্পিয়ার করার সুযোগ থাকে তাহলে ও খেলবে।খেলাটা মাশরাফির কাছে সুডবি প্রায়টি।  

মাশরাফির নির্বাচনের কারণে খেলা আর রাজনীতির মাঝে যে কোন দ্বন্দ্ব সৃস্টি করবে না সেটা জানিয়ে দিলেন বোর্ড সভাপতি, এটা আমি ঠিক মনে করি না। যেমন ধরেন সাকিবও নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু তখন এই সব কথা চিন্তা করে সাকিব আরো ৪-৫ বছর খেলবে বলে আমরা মনে করি । তাই সাকিবের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঠিক আছে সাকিব এখন খেলুক।মাশরাফির ব্যাপারটা ভিন্ন। ও কত দিন খেলবে ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা , এখনো যে খেলছে এটাই তো অনেক। সে খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে। ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাব বলেও মনে হয় না। সেদিক দিয়ে চিন্তা করলে বড়জোর বিশ্বকাপের পর হয়তো অবসরে যাবে। সেটি যদি হয় মাত্র কয়েক মাসের ব্যাপার। এটা হলে এর চেয়ে ভালো প্রস্থান আর কিছু হতে পারে না। কয়েক মাস পর অবসর নিলে সে এই সাড়ে চার বছর আর করবেটা কী? আরেকটি ক্ষেত্রে সে থাকল, যেখান সে ক্রীড়াক্ষেত্রে জোরালো অবস্থান রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।’

Bootstrap Image Preview