Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে দেড় মাসে গৃহবধূসহ ৩ জনের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১২:০২ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১২:০৪ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রায় দেড় মাসে গৃহবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের গাফলতি ও জন-সচেতনতা না থাকায় প্রায় প্রতিনিয়ত ঘটছে প্রাণহানীর মত মারাত্মক সব দুর্ঘটনা। এমনটা দাবি এলাকাবাসীর।

জানাগেছে, গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলার ঝিনাইল গ্রামের রয়িচ উদ্দীনের ছেলে আলাউদ্দীন (৪০) নামে এক যুবক বাড়ির পাশে বাঁশঝার পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।

তার ঠিক ৪দিন পরে একই এলাকার বয়রা খিদিরপুর গ্রামে ঘটে একই ঘটনা। এতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায় বয়রা খিদিরপুর গ্রামের কবুল হোসেনের ছেলে আজাদ হোসেন (৫৫)।

সবশেষ গত ১৩ই নভেম্বর উপজেলার কোতয়ালী বাগ গ্রামে ঝাংলা থেকে হাঁসুয়া দিয়ে পুঁই শাখ কাটার সময় অবৈধ ভাবে ঝাংলার উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে দিপ্তী রানী (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।

এরও কিছুদিন পূর্বে উপজেলার কামার গ্রামে বিদ্যুতের পোলে কাজ করার সময় এক লেবার বৈদ্যুতিক শকে গুরতর আহতে হলে কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস জানান, লোকজন যখন কাজ করে তখন যদি আমাদের জানায় তাহলে আমাদের লোকবল দিয়ে বাঁশঝার পরিষ্কার করতাম। তারা আমাদের অবগত না করে একা একা কাজ করতে গিয়ে এসব দুর্ঘটনা ঘটে। তবে আমরা লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্ন সচেতনতামূলক আলোচনা সভায় আমরা জন-সাধারণকে এ সম্পর্কে অবহিত করে থাকি। 

Bootstrap Image Preview