Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'ফেয়ারওয়েল' ম্যাচে নামছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১২:০১ PM

bdmorning Image Preview


ওয়েম্বলিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এফএ-র এক মুখপাত্র জানিয়েছেন, ফ্রেন্ডলি হলেও এই ম্যাচের টিকিটের যথেষ্ট চাহিদা রয়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত রাত ২টা। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ওয়ান।

অনুমান করা হচ্ছে এই ম্যাচ দেখবেন প্রায় ৬০ হাজার দর্শক। যার প্রধান কারণ, ওয়েন রুনির এটা জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রুনি দেশের হয়ে ৫৩টি গোল করেছেন। যা একটা রেকর্ড। 

বৃহস্পতিবার ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামবেন রুনি। ম্যাচের প্রথম দিকে ফ্যাবিয়ান ডেলপ অধিনায়কত্ব করবে। তবে রুনি ম্যাচে নামার সঙ্গে সঙ্গে আম ব্যান্ড তাকে পড়িয়ে দেওয়া হবে। এই ম্যাচে ৩৩ বছর বয়সী রুনি ১০ নম্বর জার্সি পড়ে খেলবেন। 

জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামার আগে রুনি বলেছেন, ‘‘আবার দেশের জার্সি পরে খেলব। এখনকার জাতীয় দলের সবার সঙ্গে দেখা হবে। আমার কাছে এটা বিরাট সম্মানের।’’

প্রসঙ্গত এই ম্যাচ থেকে সংগৃহীত অর্থ রুনির ফাউন্ডেশনে দান করা হবে। এই ফাউন্ডেশন, বিশ্বের অবহেলিত শিশুদের জন্য কাজ করে।প্রসঙ্গত রবিবার নেশনস লিগে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

Bootstrap Image Preview