Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্টার্ককে ছেড়ে দিলো কলকাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১০:৩৮ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১০:৩৮ AM

bdmorning Image Preview


২০১৯ সালে আইপিএলের এয়োদশ আসরকে সামনে রেখে মির্চেল স্টার্ককে ছেড়ে দিলো কলকাতা নাইট রাইডার্স। ইনজুরির কারণে তিনি ২০১৯ আইপিএলে খেলতে পারবেন কিনা সেই শঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ফ্রাঞ্চইজি। স্টার্কের  পরিবর্তে কেকেআর দলে টেনেছে ইংল্যান্ডের বোলার টম কুরানকে।

গত বছর নিলামে সর্বোচ্চ ৯.৪ কোটি টাকায় স্টার্ককে নিয়েছিল কেকেআর। কিন্তু গত বছর ডান পায়ের চোটের জন্য আইপিএলে খেলতে পারেননি তিনি। পরের বছর ইংল্যান্ডে বিশ্বকাপ রয়েছে। তারপর ইংল্যান্ডেই রয়েছে অ্যাসেজ। ক্রিকেটমহল মনে করছে স্টার্ক হয়তো নিজেই বিশ্বকাপ ও অ্যাশেজের কারণে আইপিএলে খেলতেন না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে স্টার্ক বলেছেন, “দিন দুয়েক আগে কলকাতার মালিকদের থেকে আমি একটা টেক্সট মেসেজ পাই। তাতেই বলা হয়েছিল যে আমাকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এপ্রিলে ঘরেই থাকব। গত মৌসুমে টিবিয়ায় চোটের জন্য খেলতে পারিনি। আগামী মৌসুমে আইপিএল না খেললে ইংল্যান্ডে ছয় মাসের লাগাতার ক্রিকেটের জন্য তরতাজা থাকতে পারব। অস্ট্রেলিয়ার হয়ে যতটা সম্ভব বেশি টেস্ট ও একদিনের ক্রিকেট খেলাই আমার লক্ষ্য। আর্থিক ভাবে আইপিএল হল দারুণ বোনাস। তবে বেশি টেস্ট খেলার জন্য যদি আইপিএল মিস করি, আমার তার জন্য কোনও আক্ষেপ নেই।”

এদিকে, বিসিসিআই-এর তরফেও আইপিএলের সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে খবর যা, এপ্রিলের বদলে মার্চের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে আইপিএল।

Bootstrap Image Preview