Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৭:২৮ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৭:২৮ PM

bdmorning Image Preview


এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের অবৈধভাবে জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে কালিয়াকৈর শাখার জাতীয় আদিবাসী পরিষদ।

আজ বুধবার দুপুরে ঢাকা-টাংগাইল মহাসড়কের পাশে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার সোনা তলা এলাকার ঈশ্বর চন্দ্র বর্মনের ৭ শতাংশ জমি অবৈধভাবে জবর দখল করেছে পাশের এলাকার মৃত. লাল মিয়ার ছেলে মো. আক্কেল আলী, মো. আকবর আলী, ওমর আলী। এর প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদ, কালিয়াকৈর শাখার আয়োজনে বুধবার উপজেলার চত্বরের সামনে ঢাকা-টাংগাইল মহাসড়কে দুপুরে মানববন্ধন করেছে।

এসময় উপস্থিত ছিলেন, ঐক্যন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টচার্জ ও সদস্য এড. সুবোধ চন্দ্র দাশ, উষারঞ্জন কোচ, সদস্য, বাংলাদেশ আদিবাসী ফোরাম, কেন্দ্রীয় কমিটি, রিপন চন্দ্র বর্মন, সম্পাদক, ঐক্যন্যাপ, গাজীপুর জেলা শাখা, জয়নাল আবেদীন, সভাপতি, ঐক্যন্যাপ, কালিয়াকৈর উপজেলা শাখা, আদিবাসী নেতা, নিতাই চন্দ্র কোচ, সাধারন সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ প্রমুখ।

 

Bootstrap Image Preview