Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় পারিবারিক কবরস্থান জোরপূর্বক দখলের অভিযোগ

মোস্তাফিজুর রহমান (ফিলিপস্), সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৭:২৩ PM

bdmorning Image Preview


গাইবান্ধার সাঘাটা পবনতাইড় গ্রামের মৃত কাশেম আলীর ছেলে জহুরুল ইসলামের পারিবারিক গোরস্থান প্রতিবেশি   প্রভাবশালী একটি পক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

গোরস্থানের মালিক জহুরুল ইসলাম জানান, পারিবারিক এ গোরস্থানে দাদা, দাদী, চাচা, চাচী, মা, বাবাসহ অনেক পূর্বসূরীদের কবর দেওয়া হয়েছে। এ গোরস্থান ওয়ারিশ হিসেবে আমার নামে রের্কড আছে। সেই সূত্রে গোরস্থানে পরিবারের কারো মৃত্যু হলে লাশ অতীতের ন্যায় বর্তমানেও কবরস্থানে দাফন করা হয়। 

কিন্তু বর্তমানে প্রতিবেশি মৃত মোজাহারুল হকের ছেলে জাহিদুল ও তার ভাইরা পূর্বশত্রুতার জের ধরে কোন প্রমাণ ছাড়াই ওই গোরস্থান জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। জহুরুল বাঁধা দিতে গেলে তারা ব্যর্থ হয়ে গোরস্থান দখলে নিতে সাঘাটা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে প্রভাবশালী পক্ষ।

অভিযোগ পেয়ে থানার এ এস আই মোশারফ ঘটনাস্থল তদন্তের নামে ঘটনাস্থলে গিয়ে গোরস্থানে না যেতে দরিদ্র জহুরুলকে নিষেধ করেন এবং এই বলে হুমকি দেন যে, গোরস্থানে পুনরায় গেলে তাকে জেলের ভাত খাওয়ানো হবে। 

জহুরুল আরো জানান, আমি দরিদ্র বলে কাগজ পত্রের তোয়াক্কা না করে পুলিশও অন্যায়ভাবে প্রভাবশালীদের পক্ষ নিচ্ছে। গরিবের পক্ষে ন্যায় বিচার নেই।

এদিকে এ এস আই মোশারফ হোসেনের পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। তারা এ বিষয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
 


 

Bootstrap Image Preview