Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৫৯ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview


হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বাংলাদেশ বর্ডারগাট বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ ও ৫৮- বিএসএফ ব্যাটালিয়ন শিলং’র কমান্ডিং পর্যায়ে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

তাহিরপুর সীমান্তের মেইন পিলার ১১৯৬ এর  ৪ এস পিলারের জিরো লাইনের বরাবর লালঘাট গ্রাম সংলগ্ন কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণ সক্রান্ত বিষয়ে সৃষ্ট জঠিলতা নিরসনে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয় বিজিবির কমান্ডিং অফিসার জানান।  

বৈঠকে ২৮- বিজিবির পক্ষে ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে.কর্ণেল মাকসুদুল আলম ও ৫৮- বিএসএফের পক্ষ্যে ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার এসএইচএন গাঙ্গুলী নেতৃত্ব প্রদান করেন।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, বিজিবির ষ্টাফ অফিসার মো. আজহারুল আলম, বিজিবির বীরেন্দ্রনগর কোম্পানী কমান্ডার, বালিয়াঘাট বিওপি কমান্ডার বিএসএফ’র ষ্টাফ অফিসার এস এইচ রবিন্দ্র সিং, স্টাফ অফিসার মুকেশ সিং, বাগলী বিএসএফ কোম্পানী কমান্ডার মুকেশ ইয়াদব, ইনেসপেক্টর আরসি বড়, ইনেসপেক্টর সিভি সিং, এস আই মঙ্গল কুমার, এস আই আনাদ, এস আই টি এন সিং প্রমুখ। 

২৮- বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মাকসুদুল আলম জানান, আন্তজার্তিক সীমান্তরেখা আইন মেনে সড়ক নির্মাণ, মাদক, চৌরাচালান, নারী পাচার, সীমান্ত এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দুই দেশের মধ্যে আলোচনা ভিত্তিত্বে সমাধানের লক্ষে পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
 

Bootstrap Image Preview